ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আস্থার প্রতিদান দিতে চান সিলেটে চেম্বারের নতুন পর্ষদ  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
আস্থার প্রতিদান দিতে চান সিলেটে চেম্বারের নতুন পর্ষদ  

সিলেট: দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২১ মেয়াদের নবনির্বাচিত পর্ষদের নেতারা। 

মঙ্গলবার (১ অক্টোবর) সিলেট চেম্বার মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

চেম্বার প্রশাসক আসাদ উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ব্যানারে নির্বাচিত পর্ষদ।


 
দায়িত্ব নেওয়ার পর নতুন চেম্বার সভাপতি আবু তাহের শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজ আমাদের নির্বাচিত করে যে আস্থা দেখিয়েছেন, কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে আমরা সদা সচেষ্ট থাকবো। সিলেট চেম্বারের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনবো।
 
তিনি আরও বলেন, সিলেটের খাদিমনগর ও গোটাটিকরে অবস্থতি দু’টি বিসিক শিল্প নগরীতে কোনো প্লট খালি না থাকায় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। ফলে সিলেটের শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই নতুন শিল্প নগরী স্থাপনে আগেই একটি আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। যার প্রেক্ষিতে আগামীতে সিলেটে ১শ’ একর জমি নিয়ে সিলেট মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছেন।
 
ওই পার্কটি স্থাপিত হলে আমদানী নির্ভরতা কমিয়ে এখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করা যাবে বলে মন্তব্য করে তিনি নতুন কমিটিকে নিয়ে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।    
 
সভাপতি পদে আবু তাহের শোয়েব ছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে চন্দন সাহা, সহ-সভাপতি পদে তাহমিন আহমদ ও আরও ১৯ জন পরিচালক দায়িত্ব গ্রহণ করেন।  
 
অনুষ্ঠানে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ব্যবসায়ীদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরতে চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চেম্বারের নির্বাচন সিলেটের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, পরিচালক মামুন কিবরিয়া সুমন, এমদাদ হোসেন, সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, শমশের জামাল, ওয়াহিদুজ্জামান চৌধুরী ও আমিনুজ্জামান জোয়াহির।   
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।