ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইন্টারনেট ব্যবহার করে সবাই চাকরি সৃষ্টি করছে: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
ইন্টারনেট ব্যবহার করে সবাই চাকরি সৃষ্টি করছে: পলক

ঢাকা: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা দ্রুত বাড়ছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,  ইন্টারনেট ব্যবহার করে নতুন উদ্যোক্তারা চাকরি বা কাজ সৃষ্টি করছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’ বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বের গ্র্যান্ড ফাইনালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ।  

জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট ব্যবহার করে যেসব উদ্যোক্তা তৈরি হচ্ছে, সরকার তাদের সব ধরনের সহযোগিতা করছে।

 

স্টার্টআপ প্রতিযোগিতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে যখন প্রথম স্টার্টআপ প্রোগ্রাম শুরু হয়, তখন এর প্রতিযোগি খুবই কম ছিল। কিন্তু এবার আমাদের কাছে ৫ হাজার আবেদন এসেছিল। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছেন ৮ জন।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
টিএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।