ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ভূঞাপুরে চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০), ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।



ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এসময় পাশে রাখা সিএনজিচালিত অটোরিকশার আরো একটি সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে চা স্টলের দোকানদারসহ তিনজন অগ্নিদগ্ধ হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার আল মামুন জানান, অগ্নিদগ্ধ হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।