ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ৩১টি নির্দেশনা মেনে চলার আহ্বান চিফ হুইপের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
প্রধানমন্ত্রীর ৩১টি নির্দেশনা মেনে চলার আহ্বান চিফ হুইপের

মাদারীপুর: করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রীর ৩১টি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, ত্রাণসামগ্রী বিতরণের ব্যাপারে কোনো রকম অনিয়ম মেনে নেওয়া হবে না। ত্রাণ নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না। দলমত নির্বিশেষে সবার কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিন। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড এলাকায় দশ টাকার চাল বিক্রির দুটি কেন্দ্রে আকস্মিক পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, টেলিভিশনে ইন্টারভিউ দেওয়া ছাড়া সারাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কার্যক্রম চোখে পড়ছে না।

তারা শুধু ভোটের সময় আসে।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচর পরিদর্শনে এসে চিকিৎসকসহ স্বাস্থ্য খাতে নিয়োজিত কর্মীদের মধ্যে পিপিই বিতরণ করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

ড্রাগ ইন্টারন্যাশনালের সহায়তায় চিফ হুইপ হাসপাতালের চিকিৎসক, কমিউনিটি ক্লিনিক, এফডব্লিউওসি, বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স চালক, পৌরসভায় পিপিই দেন। স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিত, ওষুধের দোকান কর্মচারী, মুদি দোকানিদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়া শতাধিক মাস্ক দেওয়া হয়। এসময় তিনি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পিপিই বিতরণ শেষে তিনি আওয়ামী লীগ কার্যালয়ে বসে দলীয় নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সর্তকতার সঙ্গে মানুষের পাশে থাকার আহ্বান জানান।  

এসময় চিফ হুইপ প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে আরো বলেন, শিবচরে যাদের করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন ও বাকিরা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ঝুঁকি নিয়ে খাদ্য, ওষুধ বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাহসী কাজ করার জন্য শিবচরের প্রশাসন, ডাক্তার, পৌরসভা, স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, সাংবাদিকসহ শিবচরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।