ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার ধর্মীয় উসকানি: অভিযোগ গঠন শুনানি ২ ডি‌সেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
খালেদার ধর্মীয় উসকানি: অভিযোগ গঠন শুনানি ২ ডি‌সেম্বর খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: ধর্মীয় উসকানি ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলার অভিযোগ গঠন শুনা‌নি পি‌ছি‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৯ অ‌ক্টোবর) অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। ত‌বে খালেদা জিয়া কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়‌নি।

তাই ঢাকার অ‌তি‌রিক্ত মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট কেশব রায় চৌধুরী শুনা‌নির জন্য আগামী ২ ডি‌সেম্বর দিন নির্ধারণ ক‌রেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যের এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবর-দখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।

গণমাধ্যমে এই বক্তব্য প্রকাশ হওয়ার পর ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগ ২০১৪ সালের ২১ অক্টোবর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী আদালতে মামলা করেন। আদালত সরকারের অনুমোদন নিয়ে শাহবাগ থানাকে তদন্ত করতে নির্দেশ দেন।

গত বছর ৩০ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।