ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ট্রেন থেকে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
ত্রিপুরায় ট্রেন থেকে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ জব্দ হওয়া গাঁজা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় ট্রেনের বগিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ করেছে ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্স (আর পি এফ)।

বুধবার (২০ ফেব্রুয়ারি) আগরতলা থেকে শিলচরগামী ট্রেন থেকে এ গাঁজা জব্দ হয়।

ভারতীয় রেলওয়ে প্রটেকশন ফোর্সর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত দেববর্মা বাংলানিউজকে আগরতলা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন উত্তর জেলার ধর্মনগর স্টেশনে আসে।

ট্রেনের বগিগুলোতে আর পি এফ জওয়ানরা তল্লাশি চালান। এ সময় একটি বগিতে তারা মালিকহীন দু’টি ব্যাগ দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগগুলোতে তল্লাশি করে মোট ৪ প্যাকেট গাঁজা পাওয়া যায়। গাঁজা প্যাকেটগুলোর ওজন ছিল ১২ কেজি ৫০০ গ্রাম।

এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।