বার্ধক্যের কারণে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রাণীটির মৃত্যু হয়। এর বয়স হয়েছিল ২৭ বছর।
রাজ্যের একমাত্র এ চিড়িয়াখানার ডিরেক্টর ইন চার্জ অঞ্জন সেন বাংলানিউজকে জানান, বার্ধক্যের কারণে মারা গেছে সিংহীটি। বয়সের কারণে এটির একাধিক দাঁত পড়ে গিয়ে ছিলো। মাংস চিবিয়ে খেতে পারতো না বিধায় এটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ মাংসের সুপ করে খাওয়াতো।
চিড়িয়াখানাটিতে মোট সাতটি সিংহ রয়েছে। এর মধ্যে তিনটি গত ডিসেম্বর মাসে জন্ম নিয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসসিএন/এইচএ/