ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আগরতলা

আগরতলায় ট্রেনে তল্লাশি চালিয়ে ৭১ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
আগরতলায় ট্রেনে তল্লাশি চালিয়ে ৭১ কেজি গাঁজা জব্দ গাঁজাসহ আটক যুবক পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলা রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৭১ কেজি গাঁজা জব্দ করেছেন গর্ভমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) সদস্যরা। এ সময় মনিষ কুমার সিং (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ১০টায় বিহারের দেওঘরগামী ট্রেনে তল্লাশি চালানো হয়।

জিআরপি পুলিশ জানায়, আগরতলা রেলস্টেশনে শনিবার রাত ১০টায় দিকে দেওঘর এক্সপ্রেস ট্রেন ছাড়ার আগে রুটিন তল্লাশি চালান জিআরপির সদস্যরা।

এ সময় ট্রেনের দ্বিতীয় শ্রেণীর একটি কক্ষে সন্দেহজনক কিছু ব্যাগ পড়ে থাকতে দেখেন জিআরপির সদস্যরা। পরে আশে পাশের যাত্রীদের ব্যাগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মনিষ নামে এক যুবকের কথা বার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পরে ছয়টি ব্যাগে থাকা মোট ৭১ কেজি গাঁজাসহ মনিষকে আটক করে ট্রেন থেকে নামিয়ে আনা হয়। জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ রুপি। আটক মনিষের বাড়ি বিহার রাজ্যের মধুপুরা জেলায়।  

আগরতলা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কপিল দাস বাংলানিউজকে বলেন, আটক মনিষকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। গাঁজা পাচারের ঘটনায় কে কে জড়িত তা জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।