ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বাধারঘাট কেন্দ্রে উপ-নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ত্রিপুরার বাধারঘাট কেন্দ্রে উপ-নির্বাচন

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানী আগরতলা ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

বিভিন্ন বুথে বুথে সাধারণ ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। সাধারণ ভোটাররা বাংলানিউজকে জানান, তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।  

ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোটগ্রহণ শুরু হতে খানিকটা সময় লেগেছে। তবে ভোটারদের তৎপরতায় অতি দ্রুত এ সমস্যা কাটিয়ে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় নিরাপত্তাকর্মীর পাশাপাশি ত্রিপুরা স্টেট রাইফেল জওয়ানদের নিরাপত্তা দিতে দেখা যাচ্ছে।  

প্রধান বিরোধীদল সিপিআইএমের প্রার্থী বুলটি বিশ্বাসের অভিযোগ, শাসকদলীয় দুষ্কৃতিরা বিভিন্ন জায়গায় তাদের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। তবে তার অভিমত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

অপর এক বিরোধীদল কংগ্রেস প্রার্থী রতন চন্দ্র দাস অভিযোগ করে বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তাকে আটকানো যাবে না।  

তিনি আরও বলেন, শাসকদলের আশ্রিত দুষ্কৃতিকারিরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিরোধীদলের কর্মীদের ভোট না দেওয়ার জন্য ভয়-ভীতি দেখাচ্ছেন।

সবমিলিয়ে এদিন ৫৪ হাজার ৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছে ৭১ বুথে। নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর।

কিছুদিন আগে কেন্দ্রের বিজেপির এমএল’র আকস্মিক মৃত্যুর কারণে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।