এ যেন কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ক্যানভাস। ফেনীর সোনাগাজী উপকূলীয় চর চান্দিয়া জেলে পাড়া এলাকার বিকেলের গল্পটা এমনই।
জোয়ারের অপেক্ষায় সাজানো নৌকা। জোয়ার এলেই গভীর সমুদ্রের দিকে রওয়ানা হবে জেলের দল।
চলাঞ্চলের কাঁদা মাটি পেরিয়ে ফসলের মাঠে যাচ্ছেন এক কৃষক।
কাদা মাখামাখির দূরন্ত শৈশব।
এটেল মাটি দিয়ে ঘরের আস্তরণ দিচ্ছে স্কুলগামী কিশোরী লায়লা বানু।
ফসলের মাঠে কাস্তে হাতে প্রান্তিক কৃষক।
স্বামী নদীতে মাছ ধরতে যাবেন, আর স্ত্রী বসে না থেকে তৈরি করে দিচ্ছেন বড়শি আর জাল ।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এসএইচডি/এইচএ/