বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় ইউএসএইড এর অর্থায়নে ইকোফিশ প্রকল্পের মাধ্যমে জেলেদের কর্মসংস্থানের লক্ষ্যে এসব পোনা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বদরপুর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার।
সভাপতিত্ব করেণ ইলিশ সংরক্ষণ দল সভাপতি আবদুর রব মাঝি। সার্বিক ব্যাবস্থপনা ও সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার মো. মাসুম বিল্লহ, মো. সবুজ, মো. আবুল বাশার ও শাহ্ আলম।
উল্লেখ্য, ইকোফিশ প্রকল্প দ্বীপজেলা ভোলার ইলিশ সংরক্ষণের উদ্দেশে গত দুই বছর ধরে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যতা এবং বিকল্প কর্মসংস্থান সহায়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ, মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে মৎস্যজীবীদের নিয়ে মত বিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
আরএ