ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

উপকূল থেকে উপকূল

ভোলায় সবুজ উপকূল উৎসব পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ভোলায় সবুজ উপকূল উৎসব পালন নানা আয়োজনে সবুজ উপকূল উৎসব পালন

ভোলা: ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূল বাঁচাই, সবুজ সুরক্ষা করি’ স্লোগানকে সামনে রেখে ভোলায় বর্ণাঢ্য আয়োজনে সবুজ উপকূল উৎসব-২০১৮ পালন করা হয়েছে। 

দিসবটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) দেয়াল পত্রিকা লিখন, র‌্যালি, রচনা, সংবাদ লিখন, চিত্রাঙ্কন, আলোচনা সভা, ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভোলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকারিয়া, ভোলা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নুরে আলম ছিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গর্ভেনিং বডির সদস্য কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মিসেস সাফিয়া খাতুন। সঞ্চালনা করেন প্রভাষক সাংবাদিক মো. মনিরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।