ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপকূল থেকে উপকূল

ঘূর্ণিঝড় বুলবুল: পটুয়াখালীতে ঘরচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ঘূর্ণিঝড় বুলবুল: পটুয়াখালীতে ঘরচাপায় নিহত ১ ঘূর্ণিঝড় বুলবুল-এর তাণ্ডব। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের উত্তর রামপুরা গ্রা‌মে ঘরচাপা পড়ে  হামেদ ফকির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (১০ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার পর থেকে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের
তাণ্ডব শুরু হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে।  

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শরিবার থেকে ঝড়ো হওয়ার সঙ্গে কখনো মাঝারি কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।