ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপকূল থেকে উপকূল

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, ডুবে গেছে ভোলার ৩০টি চর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২১
বিপৎসীমার ওপরে মেঘনার পানি, ডুবে গেছে ভোলার ৩০টি চর

ভোলা: ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৬৭টি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে অন্তত ৩০টি দ্বীপচর।

পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।  

বুধবার (২৬ মে) দুপুরের পর এসব এলাকাগুলো তলিয়ে যায়।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল রয়েছে নদী। এতে উপকূলের চরাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টারে।  

ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, কলাতলীর চরে ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার বাংলানিউজকে জানান, বাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয়ে গেছে।

 

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।