ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর আসার ব্যাপারে ‘ইতিবাচক’ থাকা উচিত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
হাথুরুর আসার ব্যাপারে ‘ইতিবাচক’ থাকা উচিত

বাংলাদেশে ফিরছেন শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। তার ফেরা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েছিল খারাপভাবে। দক্ষিণ আফ্রিকা থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। পরে বিসিবিকেও সাড়া দেননি।

হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ সাফল্য পেলেও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে নানা গুঞ্জন ছিল। সিনিয়রদের সঙ্গেও লঙ্কান কোচের সম্পর্ক খুব একটা ভালো না থাকার কথা শোনা যায়। সব মিলিয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া কেমন হলো? এ নিয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি সিনিয়রদের সঙ্গে হাথুরুর সম্পর্কের অবনতির ব্যাপারে বলেছেন, ‘ভালো ছিল না...আমি জানি না কেন ছিল না নিশ্চিত না। যেমনই থাকুক, এখনও ওরকম থাকবে তেমন না। প্রেক্ষাপট বদলেছে যেহেতু, সবকিছু বদলাতে হবে। আমি নিশ্চিত একজন কোচ যখন আসে, সে ভালো কিছু করতে চায়, এখানে তারও ক্যারিয়ারের ব্যাপার আছে। দল ভালো করলে তার জন্যও ভালো। ’

তার নিয়োগের ব্যাপারে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যারা এমপ্লোয়ি করেছে তাদের যদি কোনো কিছু না থাকে ...তারা নিশ্চয়ই একটা রেসপেক্টফুল সমাধানে পৌঁছাতে পেরেছে। আমি নিশ্চিত ওই জায়গা থেকে শুরু করবো না, ভালো জায়গা থেকে শুরু করবে । আমার মনে হয় সবারই ইতিবাচক থাকা উচিত, আল্টিমেটলি জাতীয় দলের ব্যাপার। আমরা সবাই যদি একসঙ্গে থাকি, দল ভালো করবে। ’

এবার কি হাথুরু ভালো করবেন? এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘ও কেমন করবে আসলে তারপর বোঝা যাবে। একসময় যখন ছিল তখন প্রেক্ষাপট, দলের শক্তি একরকম ছিল; এখন আমরা অন্য জায়গায় আছি, চ্যালঞ্জটা ভিন্ন। এটা ও যত ভালো বুঝবে, তত ভালো কাজ করতে পারবে করবে। একটা সুবিধা ওর যে বোর্ডের সমর্থন খুব ভালো পায়, আগেও ছিল বা এখন আসছে বোর্ডের সমর্থন পায়। সেটাও কাজে লাগানো উচিত। ’

‘আমার মনে হয় একটু অপেক্ষা করা উচিত ও এসে কীভাবে, কেমন কাজ করে। ওর ফিলোসফি কেমন হয়, কোনো বদল আসছে কি না। দলকে কীভাবে মোটিভেট রাখে, ড্রেসিং রুমকে কেমন রাখে, উঠতি প্লেয়ারদের কীভাবে হ্যান্ডেল করে বা আমাদের যারা সিনিয়র ক্রিকেটার, সাত-আট বছর আগে তাদের সঙ্গে কাজ করেছে, এখন তারা আরেকটা অবস্থানে আছে। ওভারঅল কীভাবে হ্যান্ডেল করে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।