ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রয়-জ্যাকসের উইকেট নিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
রয়-জ্যাকসের উইকেট নিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

সেঞ্চুরির পর আরও আগ্রাসী জেসন রয়ের ব্যাট। তার দাপটে ইংল্যান্ডের রানের চাকাটাও সচল থাকে।

তাতে আরও ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। উড়তে থাকা রয়কে শেষ পর্যন্ত থামালেন সাকিব আল হাসান। ইনিংসের ৩৬ তম ওভারে দুর্দান্ত এক আর্ম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অলরাউন্ডার। পরের ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। সাজঘরে ফেরান ১ রান করা উইল জ্যাকস। ব্যাকফুটে থাকা টাইগাররা আবারও ফিরে আসে লড়াইয়ে।

শেষ পাঁচ ইনিংসে এনিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন রয়। সবমিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১২ তম। ১২৪ বলে ১৮ চার ও ১ ছয়ে ১৩২ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার।  

শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২৫ রানে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার পয়েন্ট দিয়ে সজোরে ব্যাট চালান সল্ট। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। তাই ব্যক্তিগত ৭ রানেই থামতে হয় এই ওপেনারকে।

ফিল সল্ট ফিরে যাওয়ার পর আরও সাবলীল হয়ে উঠেন জেসন রয়। একের পর এক বাউন্ডারি আসছিল তার ব্যাট থেকে। অপর প্রান্তে ধীরেসুস্থে এগোচ্ছিলেন দাভিদ মালান। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিও গড়ে ফেলেন। কিন্তু খুব বেশিক্ষণ রয়কে সঙ্গে দিতে পারেননি মালান। মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে অল্পতেই সাজঘরে ফিরতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে।

ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি।  

১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর রয়ের সঙ্গ দেন বাটলার। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ১০৯ রানের জুটি। রয় যখন ফেরেন ইংল্যান্ডের  ২০৫ রান। আরও ৩ রান যোগ না করতেই তাসকিনের বলে শর্ট মিড উইকেটে থাকা সাকিবকে ক্যাচ দেন জ্যাকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করেছে ইংল্যান্ড।   বাটলার ৪২ রান ও মঈন আলী অপরাজিত আছেন ১ রানে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।