চট্টগ্রাম: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলে ব্যাংকিংয়ে পাঁচে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু উল্টো প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা।
যেহেতু ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান তাই পয়েন্ট হারাচ্ছে বাংলাদেশের। শুধু তা-ই নয়, আরও দুঃসংবাদ অপেক্ষা করছে টিম টাইগারদের জন্য। যদি সিরিজের তৃতীয় ওয়ানডেতে হেরে হোয়াইটওয়াশ হয় তাহলে র্যাংকিংয়ের ৮ নম্বরে পিছিয়ে যাবে বাংলাদেশ।
দুই ম্যাচ হারের পর আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। অথচ দুই ম্যাচ আগেও ছিল পাঁচে ওঠার সম্ভাবনা। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৮। এ সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ৩ পয়েন্ট বাড়তো লিটন সাকিবদের। যা গিয়ে দাঁড়াতো ১০১ এ। ফলে পাঁচে থাকা ইংল্যান্ডের অবস্থান হতো ৬ এবং ছয়ে নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার অবস্থান হতো ৭।
এদিকে, সিরিজের তৃতীয় ওয়ানডেতে একাদশে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশের। তিন পেসারের পরিবর্তে দুই পেসার নিয়ে মাঠে নামবে দল। আগের ম্যাচে চোট পাওয়া এবাদত আগেই ছিটকে গেছেন দল থেকে। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদও। দলে ঢুকেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছে তাইজুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমআর/টিসি/এএইচএস