ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
‘মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে’

তাকে নিয়ে আগ্রহের কমতি ছিল না কখনোই। তবে তাকে গত প্রায় এক দশকে দেখা গেছে ভিন্ন জায়গাতে।

মোহাম্মদ সালাউদ্দিনের পরিচয় এখন বদলে গেছে। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।  

রোববার দুপুরেও যখন তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোর থেকে বের হচ্ছেন, তখনও তার দিকে অনেক ক্যামেরার লেন্স। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। অবধারিতভাবেই প্রশ্নটা এসেছে, জাতীয় দলের অনুশীলন জার্সি গায়ে চাপিয়ে কেমন লাগছে?

উত্তরে সালাউদ্দিন বলেন, ‘আমার আসলে অনুভূতি খুব কম। অনুভূতি হয় না। কারণ এটা আমার পেশা। আমি যেই জার্সিতেই থাকি, সেটাতে পুরোটা দেওয়াই হচ্ছে আমার কাজ। আমি চাই যেন ১১০ পার্সেন্ট দিতে পারি। ’

‘আমি যেহেতু পেশাদার কোচ, আমি যেখানে কাজ করবো, সেখানেই আমার পুরোটা দিতে হবে। অনূভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে যেভাবে ভালোবাসছে; আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে। ’

এর আগেও জাতীয় দলে কাজ করেছেন সালাউদ্দিন। তবে ২০১০ সালে সহকারী কোচের দায়িত্ব ছাড়েন। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার হলেন সিনিয়র সহকারী কোচ। দায়িত্বটা কেমন হবে সালাউদ্দিনের?

উত্তরে তিনি বলেন, ‘যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যে যেহেতু হেড কোচ আছে এখানে, তার দর্শনটা আসলে আমাকে...সে কীভাবে দল চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা যতুটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়। ’ 

‘চেষ্টা করবো আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবো। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।