ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির কাছে টি-টেন ফরম্যাটকে স্বীকৃতি দেওয়ার আহ্বান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
আইসিসির কাছে টি-টেন ফরম্যাটকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সংগৃহীত ছবি

টি-টেন ফরম্যাটকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্তত দুটি পূর্ণ সদস্য দেশ চাইছে, যেন টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে "লিস্ট এ" মর্যাদা দেওয়া হয়।

এই স্বীকৃতি পেলে, পূর্ণ সদস্য দেশগুলোর আয়োজিত টি-টেন টুর্নামেন্টগুলোর পরিসংখ্যান খেলোয়াড়দের অফিসিয়াল রেকর্ডে যোগ হবে, ঠিক যেমন ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্ষেত্রে হয়।

আইসিসির মিটিংয়ে আলোচনা

সম্প্রতি জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় (১০-১৩ এপ্রিল) বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আলোচনায় উঠে আসে। যদিও এটি মূল এজেন্ডায় ছিল না, কিছু দেশের প্রতিনিধিরা বিষয়টি তুলেছেন। তবে সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, এখনো বিষয়টি বড় আকারে সমর্থন পায়নি। ভবিষ্যতে সমর্থন বাড়লে আবার আলোচনায় আসতে পারে।

টি-টেন ফরম্যাটের পেছনের গল্প

প্রথম বড় টি-টেন টুর্নামেন্ট হয় ২০১৭ সালে, সংযুক্ত আরব আমিরাতে—বর্তমানে যা আবুধাবি টি-টেন নামে পরিচিত।

এই লিগে ইতোমধ্যেই অংশ নিয়েছেন অনেক নামকরা ক্রিকেটার, যেমন জস বাটলার ২০২৪ সালে খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ইতোমধ্যে ঘরোয়া টি-টেন লিগ আয়োজন করেছে।

স্কটল্যান্ডেও একটি টি-টেন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু আইসিসির অনুমোদন না মেলায় সেটি বাতিল হয়।

ছোট দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা

পূর্ণ সদস্য দেশের জাতীয় দলগুলো এখনো পর্যন্ত টি-টেন ফরম্যাটে ম্যাচ খেলেনি। তবে আইসিসির নিচের সারির দেশগুলোর জন্য এই ফরম্যাটকে খেলাধুলার প্রসার ও উন্নয়নের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্ক ইতোমধ্যে অনেক ছোট দেশের মধ্যে টি-টেন ম্যাচ আয়োজন করে আসছে, যা অনলাইনে সম্প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।