ঢাকা, মঙ্গলবার, ১ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

‘পাওয়ার চেয়ে বেশি হারালাম’—পিএসএল থেকে ফিরে হতাশ লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
‘পাওয়ার চেয়ে বেশি হারালাম’—পিএসএল থেকে ফিরে হতাশ লিটন লিটন দাস/সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলতে গিয়ে হতাশা নিয়েই দেশে ফিরলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।  

চোটের কারণে এক বলও না খেলেই শেষ হয়ে গেছে তার এবারের পিএসএল যাত্রা।

আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই টাইগার তারকাকে।

করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটনের। তবে ইনজুরির কারণে পাকিস্তান ছাড়তে হয় তাকে। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটকে অন্তর্ভুক্ত করেছে করাচি কিংস।

ঢাকায় ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, "তারা (করাচি কিংস) খুব সহানুভূতিশীল ছিল। পুরো সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। তবে আমি বুঝলাম, এই ইনজুরির পর অনুশীলন ছাড়া এত বড় টুর্নামেন্টে খেলা কঠিন হবে। "

জাতীয় দলের ভবিষ্যত খেলার কথা মাথায় রেখে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন লিটন। হতাশ গলায় তিনি বলেন,

"এই পিএসএলে কিছুই অর্জন করতে পারলাম না। বরং মনে হচ্ছে, পাওয়ার চেয়ে অনেক বেশি হারালাম। "

পিএসএলের দশম আসরের পর্দা উঠেছে ১১ এপ্রিল। করাচি কিংস তাদের প্রথম ম্যাচেই শক্তিশালী মুলতান সুলতানসকে ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে হারিয়েছে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন জেমস ভিন্স, যা লিটনের পক্ষে ড্রেসিংরুমে বসে দেখা ছিল হতাশার এক মুহূর্ত।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।