ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, অক্টোবর ৩, ২০২৫
আফগানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।  

শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে জয় পেলেই প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং ইউনিটের ধস চিন্তায় ফেলেছে টাইগারদের।

সিরিজের প্রথম ম্যাচে ৯ রানের মধ্যেই ৬ উইকেট হারানোর তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই টাইগার শিবিরে থাকবে বাড়তি সতর্কতা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আবদুল্লাহ আহমাদজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ ও মুজিব উর রহমান।

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।