ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচন: ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩১, অক্টোবর ৬, ২০২৫
বিসিবি নির্বাচন: ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল ভোট দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফারজানা ববি

বহুল আলোচিত ও আকাঙ্ক্ষার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আজ সকালে প্রথম দিকেই ভোট দিয়েছেন।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনের শুরুতেই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই সাবেক ক্রিকেটার। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

আলোচনা-সমালোচনা, মনোনয়ন প্রত্যাহার ও বিতর্ক পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই নির্বাচন। নতুন পরিচালনা পর্ষদের হাতে দায়িত্ব তুলে দিতে আজ ভোট দিচ্ছেন বিসিবির কাউন্সিলররা।

নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা, প্রার্থীদের আনাগোনা ও গণমাধ্যমের ভীড়। তবে সবকিছু ছাপিয়ে নজর কেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার ভোটাধিকার ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হবে। এরপর শুরু হবে গণনা। সব আনুষ্ঠানিকতা শেষে রাত ৯টা নাগাদ ঘোষণা করা হবে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।