ঢাকার ক্লাব কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্স ও টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং বিপিএলে রংপুর রাইডার্সের উপদেষ্টা শানিয়ান তানিম। তাদের সমান ভোট পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
আজ সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিসিবির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন তিনটি ক্যাটাগরি থেকে। এছাড়া এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন দুইজন। জেলা ও বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্লাব কোটা থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কোটা থেকে নির্বাচিত হয়েছেন একজন।
বিসিবির পরিচালনা পরিষদের মোট ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন এবারই প্রথম বোর্ডের দায়িত্ব নেবেন। যার মধ্যে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরি থেকে আসা ১২ পরিচালকের মধ্যে ৯ জনই এবার প্রথম।
ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক সাদেক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিন নাভিন দুজনেই পেয়েছেন সর্বোচ্চ ৪২টি করে ভোট। এই দুজনের মতো ৪২ ভোট পেয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদও। এই ক্যাটাগরিতে মোট ভোট ৭৬টি।
এই ক্যাটাগরিতে আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪) ও মেহরাব আলম চৌধুরীও (৪১) প্রথমবার বিসিবি পরিচালক হয়েছেন।
নতুন পরিচালনা পরিষদে যোগ দিয়ে ইশতিয়াক ও শানিয়ান বিসিবির নীতি ও পরিকল্পনায় নতুন ধারার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
এফবি/এমএইচএম