বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন।
বুলবুলের ব্যাপারটি অনুমিত ছিল ঠিকই, কিন্তু সহসভাপতি পদে কারা আসছেন, তা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। অবশেষে ফলাফল ঘোষণার পর জানা গেল, সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট সংগঠক শাখাওয়াত হোসেন।
নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল ও শাখাওয়াত। অন্যদিকে, ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে জয়ী হয়েছেন ফারুক আহমেদ।
ক্যাটাগরি-১ থেকে পরিচালক শাখাওয়াত হোসেন এবং ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ ছাড়া আর কেউ সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তোলেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন এই দুই সাবেক ক্রিকেটার।
এর আগে গত ৩০ মে প্রথমবার বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চার মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সফলভাবে শেষ করে এবার নির্বাচনের মাধ্যমে পূর্ণ চার বছরের মেয়াদে দেশের ক্রিকেট বোর্ডের নেতৃত্বে আসলেন সাবেক এই অধিনায়ক।
বুলবুলের দায়িত্ব নেওয়ার ঠিক আগে প্রায় নয় মাস বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফারুক আহমেদ। এবার নতুন মেয়াদে তিনি সহসভাপতি হিসেবে থাকছেন বোর্ডে।
অন্যদিকে, সহসভাপতি নির্বাচিত হওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে আসা এই সাবেক ক্রিকেটার সম্প্রতি বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবেও বোর্ডে কাজ করেছেন।
আজ তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন বোর্ডে। মোট ২৫ জন পরিচালক বোর্ডে বিভিন্ন দায়িত্ব পেতে যাচ্ছেন।
এফবি/এমএইচএম