ঢাকা: টেস্ট ক্রিকেটে ডন ব্র্যাডম্যানের পরই সর্বোচ্চ রানের গড় বাংলাদেশের মুমিনুল হক সৌরভের। ১২ টেস্টে ২৩ ইনিংসে করেছেন ১১৯৮ রান , গড় ৬৩.০৫।
টেস্ট ক্রিকেটে যেখানে চারটি সেঞ্চুরির এবং সাতটি হাফ সেঞ্চুরির মালিক সেখানে ওয়ানডে ক্রিকেটে করেছেন তিনটি হাফ সেঞ্চুরি।
রোবাবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে মুমিনুল জানালেন টেস্টের মতোই ওয়ানডেতে ধারাবাহিক ব্যাটিং করতে চান তিনি, ‘আসলে টেস্ট ক্রিকেটে আমার বেশ কয়েকটি বড় ইনিংস আছে সেখানে গড়ও ভালো কিন্তু ওয়ানডেতে সেভাবে মেলে ধরতে পারেনি নিজেকে, বিশ্বকাপে বড় ইনিংস খেলার চেষ্টা করব। ’
মুমিনুল তার ক্যারিয়ারের ২৪টি ওয়ানডেতে নির্দিষ্ট কোন ব্যাটিং পজিসনে খেলেননি। কখনো মিডল অর্ডারে আবার কখনো সাত নাম্বারেও ব্যাট করতে দেখা গেছে তাকে। বিশ্বকাপে কোন পজিসনে ব্যাট করতে চান এমন প্রশ্নের উত্তরে এ বাঁহাতি ব্যাটসম্যান জানালেন, ‘এটা টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত, আমি দলের প্রয়োজনে যে কোন জায়গায় ব্যাট করতে পারি তবে যেখানেই ব্যাট করি না কেন যাতে ভালো করতে পারি সেদিকেই লক্ষ্য থাকবে। ’
অস্ট্রেলিয়া –নিউজিল্যান্ডের বাউন্সি কন্ডিশনে মানিয়ে নিতে তার উচ্চতা কোন সমস্য হবে না বলে মনে করছেন বাংলাদেশের সম্ভাব্য লিটল মাস্টার। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘আসলে আমি কাট, পুল এসব ভালো খেলি ওখানে বল তাড়াতাড়ি ব্যাটে আসলে আমার জন্যে সুবিধা, আশা করি সমস্যা হবে না। ’
বিশ্বকাপকে সামনে রেখে ব্যক্তিগত কোণ লক্ষ্য নেই কক্সবাজারের এই তরূণের, শুধু দলের জয়ে অবদান রাখতে পারলেই খুশি মুমিনুল হক সৌরভ,‘আসলে ওভাবে কোন লক্ষ্য ঠিক করিনি, তবে দলকে ভালো অবস্থান দেখতে পেলে সবচেয়ে বেশি আনন্দিত হব। ’
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫