ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের কাছে গিয়েও হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জয়ের কাছে গিয়েও হেরে গেল বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সফরে গিয়ে যেন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান সফরে টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর এবার দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ২০ রানে হেরে গেছে লাল-সবুজের দল।



রোববার (৪ অক্টোবর) করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে থামতে হয় বাংলাদেশকে।

জয়ের জন্য সালমাদের সামনে লক্ষ্য যে পাহাড় সমান ছিল বিষয়টি তা নয়। বিষয়টি দাঁড়িয়েছে অনভ্যাসে বিদ্যা হ্রাস পাওয়ার মতো। দীর্ঘদিন ওয়ানডে না খেলায় ২১৪ রানের লক্ষ্যটি যেন তাদের সামনে পাহাড় ডিঙ্গানোর মতো মনে হয়। তা না হলে, সানা মিরদের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রানের নিচে কেন অলআউট হবেন সফরকারীরা?

বাংলাদেশের ইনিংসে শুরুতেই দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। তৃতীয় উইকেটে মাত্র ২৪ রান যোগ করে, ব্যক্তিগত ১৬ রানে নিজের বিদায় ঘন্টা বাজান লতা মন্ডল। তবে, চতুর্থ উইকেটে সফরকারীদের ৪৪ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো বাংলাদেশ।

কিন্তু ৩২তম ওভারে আসমাভিয়া ইকবালের শেষ বলে ব্যক্তিগত ২৬ রানে ফারজানা হক কট এন্ড বোল্ডের ফাঁদে পড়লে সেই স্বপ্ন কিছুটা ফিকে হয়ে আসে। তবে, ব্যাট হাতে একাই লড়ে গেছেন রুমানা আহম্মেদ। এই বাঘিনীর ৭০ রানের লড়াকু ইনিংসেই ১৯৪ রানের সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

রুমানার সঙ্গী হয়ে অষ্টম উইকেটে ক্রিজের অন্যপ্রান্তে লড়ে গেছেন টেলএন্ডার জাহনারা আলম। খেলেছেন ২৩ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস।

পাকিস্তানের প্রমিলাদের হয়ে বল করেন ৭ বোলার। এরমধ্যে সফল হননি শুধু অভিষিক্ত ডিয়ানা বেগ। বাকি ছ’জনই সফল। আর এই ছ’জনের মধ্যে আলো ছড়ান আনাম আমিন। ১০ ওভার বল করে, ২৫ রান দিয়ে এক মেডেনসহ তুলে নেন ৩টি উইকেট। আসমাভিয়া ইকবাল, সানা মির, নিদা দার, আলিয়া রিয়াজ ও বিসমাহ মারুফ নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। স্বাগতিক বিসমাহ মারুফের ৯২ রানে, নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২১৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তানের মেয়েরা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৮ রানে ফেরত যান দুই ওপেনার জাভেরিয়া খান ও সিদরা আমিন। প্রথম ও দ্বিতীয় উইকেটে ১৯ রানের নড়বড়ে জুটিতে খেই হারানো পাকিস্তান খেলায় ফেরে তৃতীয় উইকেট জুটির কল্যানে (৬১ রান)। এই জুটিতেই টপঅর্ডার বিসমাহ ফারুক খেলেন ৯২ রানের এক লম্বা ইনিংস।

এরপরের সর্বোচ্চ ৩৬ রান এসেছে সপ্তম উইকেট জুটি থেকে। বাংলাদেশের প্রমিলাদের বোলিং তোপে একমাত্র বিসমাহ ছাড়া কেউই ব্যক্তিগত ৩০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ২৭ রান করেছেন নাইন আবিদি।

বল হাতে এদিন সফরকারীদের প্রায় সবাই সফল হন। আটজন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক সালমা খাতুন, যার মধ্যে ৫ জনই উইকেটের দেখা পেয়েছেন। তবে, তিনজনকে থাকতে হয় শূন্য হাতে। উইকেটধারী পাঁচ জনের মধ্যে সবচেয়ে সফল, অধিনায়ক সালমা নিজেই। ১০ ওভার বল করে, দুই মেডেনসহ ৩ টি উইকেটে দখল করেন, বিনিময়ে দিয়েছেন ৩১ রান। যার গড় দাঁড়ায় ৩ দশমিক ১০।

বাকি চার বোলার; লতা মন্ডল, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা ও ফাহিমা খাতুন নিয়েছেন ১টি করে উইকেট।  
বল হাতে কোনো উইকেটের দেখা পাননি জাহানার আলম, রুমানা আহমেদ ও রিতু মনি।

বাংলাদেশ সময় ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।