ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশাখাপত্তমে কোহলি-পুজারার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
বিশাখাপত্তমে কোহলি-পুজারার সেঞ্চুরি ছবি: সংগৃহীত

রাজকোটের রান উৎসবের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনও ব্যাটসম্যানদের আধিপত্য। টস জিতে ব্যাট করতে নামা টিম ইন্ডিয়া প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৭ রান।

ঢাকা: রাজকোটের রান উৎসবের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ভারত আর সফরকারী ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনও ব্যাটসম্যানদের আধিপত্য।

টস জিতে ব্যাট করতে নামা টিম ইন্ডিয়া প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৭ রান।

বিশাখাপত্তমে ব্যাটিংয়ের শুরু করেন ভারতের দুই ওপেনার মুরালি বিজয় আর লোকেশ রাহুল। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন গৌতম গম্ভীরকে বসিয়ে সুযোগ করে দেওয়া রাহুল। স্টুয়ার্ট ব্রডের বলে বেন স্টোকসের তালুবন্দি হয়ে বিদায়ের আগে রাহুলের ব্যাট থেকে কোনো রানই আসেনি।

আরেক ওপেনার মুরালি বিজয় ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে যোগ দেওয়া জেমস অ্যান্ডারসনের বলে সেই স্টোকসের হাতেই ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে তিনি করেন ২০ রান।

তবে, তিন নম্বরে নামা চেতস্বর পুজারা আর চার নম্বরে নামা দলপতি বিরাট কোহলির ব্যাটে দারুণ জবাব দিতে থাকে স্বাগতিকরা। এই জুটি তুলে নেন ২২৬ রান। ২০৪ বলে ১২টি চার আর দুটি ছক্কায় ১১৯ রান করে অ্যান্ডারসনের দ্বিতীয় শিকারে দলীয় ২৪৮ রানের মাথায় বিদায় নেন পুজারা।

এরপর জুটি গড়েন কোহলি-রাহানে। দলীয় ৩১৬ রানের মাথায় রাহানের বিদায়ে চতুর্থ উইকেট হারায় ভারত। রাহানে অ্যান্ডারসনের তৃতীয় শিকারে বিদায় নেওয়ার আগে করেন ২৩ রান।

দিনশেষে ২৪১ বলে ১৫টি বাউন্ডারিতে ১৫১ রানে অপরাজিত থাকেন দলপতি কোহলি। ১ রান নিয়ে অপরাজিত থাকেন রবীচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।