ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচন

ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে কাউন্সিলরদের ডেকে হুমকির অভিযোগ আমিনুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, অক্টোবর ৭, ২০২৫
ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে কাউন্সিলরদের ডেকে হুমকির অভিযোগ আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের পর এবার সরাসরি হস্তক্ষেপ ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

আজ পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্ত-ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব অভিযোগ তোলেন তিনি। আমিনুল বলেন, ‘বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হলো সরকারি এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ। তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি, ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে। ’

নির্বাচনে অর্থের লেনদেন হয়েছে বলেও দাবি করেন সাবেক এই অধিনায়ক, ‘আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বড় সন্দেহ তৈরি হয়। ’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি পুরো নির্বাচন প্রক্রিয়া এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া সংগঠকদের কাছে গ্রহণযোগ্য নয়। ’

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচনের আগে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনকে ঘিরে আরও বেশ কয়েকজন প্রার্থীও অভিযোগ তুলে সরে দাঁড়ান।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।