এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। বিসিবির নবনির্বাচিত পরিচালক শাহনিয়ান তানিম বলেছেন, এই আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও তিনি সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত।
মঙ্গলবার বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে বর্তমানে এটা খুবই কঠিন। যেহেতু পুরনো টিম এবার নতুন করে প্রস্তুত হচ্ছে আমাদের সাথে আসার জন্য। আমরা একটার পর একটা টিমের সঙ্গে কথা বলেছি এবং যা যা করার সেটা করে রেখেছি। ’
তিনি আরও বলেন, ‘নতুন যে টিম আসবে বা যারা কাজ করবে, তাদের জন্যও এটা সম্ভব হবে যদি বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়। বোর্ড যদি সব দিক থেকে সহযোগিতা করে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। ’
দায়িত্ব ও চ্যালেঞ্জের বিষয়ে শাহনিয়ান বলেন, 'আমার কাছে মনে হয়, এটা অনেক বড় দায়িত্ব। কারণ অনেকগুলো কমিটি আমার কাজের উপর নির্ভর করছে। আজকে এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিট তাদের কাজ শেষ করছে। আমি যদি তাদের ফ্যাসিলিটি না দিতে পারি, তাহলে তাদের ডেভেলপমেন্ট করা কঠিন হয়ে দাঁড়াবে। '
তিনি মনে করেন, ক্রিকেট উন্নয়ন একটি ‘চেইন সিস্টেম’- যেখানে প্রতিটি ইউনিটের সফলতা অন্য ইউনিটের ওপর নির্ভরশীল।
তানিম বলেন, ‘আপনি বা যারা গেম ডেভেলপমেন্টের কাজ করছেন, তারা যদি ভালোভাবে কাজ না করেন, তাহলে আমি নিজেও ভালো কিছু করতে পারব না। আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে যথাসম্ভব সুবিধা দেওয়া যাতে ক্রিকেটের ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হয়। ’
এফবি/আরইউ