ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবির নতুন কমিটিগুলোর দায়িত্ব বণ্টন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ৭, ২০২৫
বিসিবির নতুন কমিটিগুলোর দায়িত্ব বণ্টন ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা শেষে গঠিত হয়েছে বিভিন্ন স্থায়ী ও কার্যনির্বাহী কমিটি। সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যত কাউন্সিলর আছেন, তাদের মধ্য থেকেই যারা আগ্রহী, তাদের ইনভলভ করে কাজের পরিসর বাড়ানো। এজন্য একটা ভোট সেশন নেওয়া হচ্ছে। ’

মিঠু জানান, বোর্ডের বিভিন্ন বিভাগে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। ফাইনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন।

ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুল রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটিতে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক। টুর্নামেন্ট কমিটি আহসান হাবীব, এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি আসিফ আকবরের হাতে দেওয়া হয়েছে। গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান বুলবুল এবং ভাইস চেয়ারম্যান রাহাত শামস।

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে সানিয়ান তানিম, আম্পায়ারস কমিটিতে ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটিতে এমডি শাখওয়াত হোসেন। মেডিকেল কমিটির চেয়ারম্যান হয়েছেন এমডি মনজুরুল আলম। টেন্ডার অ্যান্ড পার্চেজ কমিটির চেয়ারম্যান আবুল বাশার, ভাইস চেয়ারম্যান হাসান উস সামান।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির নেতৃত্বে আছেন আমজাদ হোসেন, অডিট কমিটি মোখলেসুর রহমান, ওমেনস উইং কমিটি আব্দুল রাজ্জাক, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটি ইয়াসির মোহাম্মদ ফয়সাল, সিকিউরিটি কমিটি মেহরাব আলম চৌধুরী।

সিসিডিএম-এর দায়িত্বে আছেন আব্দুল রহমান দিপন ও ফাইজুল রহমান মিঠু। ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি জুলফিকার আলী খান, হাই পারফরম্যান্স কমিটি খালেদ মাসুদ পাইলট, বাংলা টাইগার্স রাহাত শামস এবং ওয়েলফেয়ার কমিটি মোখলেসুর আলম বাবু।

এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি ইফতেখার রহমান।

মিঠু আরও বলেন, ‘এই কমিটিগুলো আপাতত দুই মাসের জন্য করা হয়েছে। যদি কেউ অস্বস্তি বোধ করেন বা পরিবর্তন চান, তারা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে পারবেন। আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্যই ছিল দায়িত্ব বণ্টন সম্পন্ন করা, এবং সবাইকে ধন্যবাদ জানাই। ’

পাশাপাশি তিনি জানিয়েছেন চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএল। অল্প সময়ের মধ্যে আয়োজন চ্যালেঞ্জিং হলেও বিসিবির নতুন পরিচালনা পর্ষদ ঘরোয়া এই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।