প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসা বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না। যদিও সোবহানা মোস্তারি ফিফটি হাঁকিয়ে দলকে ভরসা দিয়েছিলেন।
কিন্তু বাকিদের ব্যর্থতায় ১৮০ রানের আগেই থেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করতে পেরেছেন তারা। অর্থাৎ ইংলিশদের সামনে লক্ষ্য ১৭৯ রান।
গুয়াহাটিতে আজ দুই দলই মাঠে নেমেছে একটি করে জয় পুঁজি করে। পাকিস্তানকে বেশ সহজেই হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ দলের একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে, একাদশে ফিরেছেন রিতু মনি ও সানজিদা মেঘলা। তাদের জায়গা ছেড়েছেন ফারজানা হক ও নিশিতা নিশি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৫ রানে ওপেনার রাবেয়া হায়দার (৪) ও অধিনায়ক নিগার সুলনাতার (০) উইকেট হারায় টাইগ্রেসরা। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই বিদায় নেন আরেক ওপেনার শারমিন আক্তার (৩০)।
পরের ৪ ব্যাটার দুই অঙ্কও ছুঁতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রাখেন সোবহানা। ১০৮ বল খেলে ৬০ রান করে দলের অষ্টম উইকেট হিসেবে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শেষদিকে যখন উইকেট পতনের মিছিল চলছিল। তখন নয়ে নামা রাবেয়া খান খেলেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস। ৬টি চার ও ১ ছক্কায় সাজানো ওই ইনিংসে ভর করে ১৮০-এর কাছাকাছি যায় বাংলাদেশ।
বল হাতে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ছাড়া সবাই ছিলেন ইকোনোমিক্যাল (৪.০০ এর বেশি নয়)। ৩ উইকেট পেয়েছেন লরেন বেল। এছাড়া ২টি করে উইকেট গেছে লিন্সে স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপসের দখলে।
এমএইচএম