ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিরিজ জিততে হলে সবাইকে পারফর্ম করতে হবে: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, অক্টোবর ৭, ২০২৫
সিরিজ জিততে হলে সবাইকে পারফর্ম করতে হবে: মিরাজ মেহেদি হাসান মিরাজ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলীয় ঐক্য ও সম্মিলিত পারফরম্যান্সের ওপর জোর দিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে জেতা সম্ভব নয়, জিততে হলে সবাইকে অবদান রাখতে হবে।


মিরাজ বলেন, 'যদি এক বা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভর করি, আমরা সিরিজ জিততে পারব না বা ভালো ক্রিকেট খেলতে পারব না। তাই সবাই সমানভাবে পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয়, ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা একটি দলগত খেলা। যে এগারো জন খেলেন, প্রত্যেক খেলোয়াড়ই যেন তার নিজের জায়গা থেকে ভালো খেলে এবং দলের জন্য অবদান রাখে। '


ওয়ানডে দলে লিটন দাস না থাকায় কে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন- এই প্রশ্নে সোজাসাপটা জবাব দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার চোখে, অভিজ্ঞতার দিক থেকে সোহানই এগিয়ে, আর দেশের সেরা উইকেটকিপারও তিনিই।

মিরাজ বলেন, 'আমরা সবাই জানি, সোহান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন উইকেটকিপার। যদি দেশের সেরা উইকেটকিপারের নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সোহানই সেই জায়গায় আছে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সুযোগ তারই বেশি থাকবে। '


এফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।