ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবশেষে জয় পেল চ্যাম্পিয়ন কুমিল্লা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
অবশেষে জয় পেল চ্যাম্পিয়ন কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে অবশেষে জয়ের দেখা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়ে ছয় ম্যাচে নিজেদের প্রথম জয় ‍তুলে নিল মাশরাফি বিন মর্তুজার দল।

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে অবশেষে জয়ের দেখা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়ে ছয় ম্যাচে নিজেদের প্রথম জয় ‍তুলে নিল মাশরাফি বিন মর্তুজার দল।

১৫৩ রানেরর টার্গেটে ব্যাটিংয়ে নামা রাজশাহী কিংস ১৯ তম ওভারে ১২০ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন মুমনুল হক। কুমিল্লার হয়ে চারটি উইকেট পান সোহেল তানভির।

এর আগে মোহাম্মদ সামিকে আউট করে জয় উৎসব করে কুমিল্লা। সামির উইকেটটি পান মোহাম্মদ সাফিউদ্দিন। এটি তার তৃতীয় উইকেট। রাজশাহীর নবম উইকেটটি পান সোহেল তানভির।

১৭তম ওভারে সামিত প্যাটেলের উইকেট হারায়। তাকে বোল্ড করেন মাশরাফি বিন মর্তুজা। পরের ওভারেই সোহেল তানভির নিজের তৃতীয় শিকার বানান মেহেদি হাসান মিরাজকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১০৫ রান।

এর আগে ১৫ ওভারের প্রথম বলেই অধিনায়ক ড্যারেন স্যামিকে হারায়। রান আউটের ফাঁদে পড়েন তিনি। আর আগের ওভারেই অর্ধশতক হাঁকানো মুমিনুল হককে ফেরান রায়ান টেন ডয়েসকাটে।

মুমিনুল ৪৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৫৩ রান করেন।

১২তম ওভারে চতুর্থ উইকেট হারিয়েছে। মোহাম্মদ সাফিউদ্দিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন নুরুল হাসান সোহান।

দলীয় অষ্টম ওভারে নিজেদের তৃতীয় উইকেট হারায় রাজশাহী। উমর আকমলকে ব্যক্তিগত তিন রানে ফেরান মোহাম্মদ সাফিউদ্দিন।

পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে প্রথম দুই উইকেট খোয়ায় রাজশাহী কিংস। এ সময় জুনায়েদ সিদ্দিকীকে বোল্ড ও পরের বলে সাব্বির রহমানকে ক্যাচে ফেরান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সোহেল তানভির।

বিপিএলের ১৯তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ব্যাটসম্যান হিসেবে অপরাজিত থাকেন রায়ান টেন ডয়েসকাটে (২১) ও সোহেল তানভির (১৫)।

দারুণ খেলতে থাকা ইমরুল কায়েসের রান আউটের পর খুব দ্রুতই ফিরে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ড্যারেন স্যামির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ম্যাশ। এর আগে ইমরুলের ব্যাট থেকে আসে ৩৪ রান।

১৪তম ওভারের শেষ বলে দলীয় শতক পূরণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১২তম ওভারে কুমিল্লার তৃতীয় উইকেট তুলে নেয় রাজশাহী কিংস। ড্যারেন স্যামির বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪১ রান করেন শান্ত।

দলীয় সপ্তম ওভারে নিজেদের দ্বিতীয় উইকেট হারাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মেহেদি হাসান মিরাজের বলে ১১ রানে বিদায় নেন আহমেদ শেহজাদ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার খালেদ লতিফকে ক্যাচে পরিণত করেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।

শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। এ ম্যাচে দু’দলই লিগ টেবিলের তলানি থেকে মুখোমুখি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।