ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেন টেস্টে ইয়াসির শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ব্রিসবেন টেস্টে ইয়াসির শঙ্কায় পাকিস্তান ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে পাকিস্তানের কপালে ভাঁজ ফেলছে দলের স্পিন অস্ত্র ইয়াসির শাহর ইনজুরি। ব্রিসবেন টেস্টে তার খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়। এরই মধ্যে ইয়াসিরের ব্যাকআপ স্পিনার হিসেবে তরুণ মোহাম্মদ আসগরকে স্কোয়াডে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগে পাকিস্তানের কপালে ভাঁজ ফেলছে দলের স্পিন অস্ত্র ইয়াসির শাহর ইনজুরি। ব্রিসবেন টেস্টে তার খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়।

এরই মধ্যে ইয়াসিরের ব্যাকআপ স্পিনার হিসেবে তরুণ মোহাম্মদ আসগরকে স্কোয়াডে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৫ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হবে। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

পিঠের ইনজুরির কারণে কেয়ার্নসে চলমান তিনদিনের দিবারাত্রির ম্যাচ মিস করছেন লেগস্পিনার ইয়াসির। স্পিন বোলিংয়ে দলের একমাত্র বিকল্প বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না খেলে পাকিস্তানে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দেওয়ায় নির্বাচকদের বিবেচনায় আসেন আসগর। কিন্তু নিউজিল্যান্ড সফরের স্কোয়াডটিই অপরিবর্তিত রাখা হয়।

এবার ইয়াসিরের ইনজুরির সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে ১৭ বছর বয়সী আসগরের! প্রথম শ্রেণির ক্রিকেটে এ বাঁহাতি স্পিনার ১৭ ম্যাচে ৬৮টি উইকেট নিয়েছেন।

বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। এরই মধ্যে তারা প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে। ৯ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজটি মোটেও ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও তারা প্রতিরোধ গড়তে পারেনি। এবার মিসবাহদের চ্যালেঞ্জের নাম অস্ট্রেলিয়া।

পাকিস্তান স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), ইউনিস খান, আসাদ শফিক, আজহার আলী, বাবর আজম, সামি আসলাম, শারজিল খান, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, ইমরান খান, মোহাম্মদ আমির, রাহাত আলী, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, ইয়াসির শাহ।

প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিওন, জ্যাকসন বার্ড, চাদ সেয়ারস।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এমআরম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।