ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে শুরুতেই টেস্ট খেলবে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শ্রীলঙ্কা সফরে শুরুতেই টেস্ট খেলবে টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট দিয়ে শুরু হবে দু’দলের লড়াই। সূচি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। 

বিসিবি সূত্র জানিয়েছে, শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচের মাঝে কয়দিন বিরতি থাকবে এ নিয়ে দুই বোর্ডের মধ্যে চলছে শেষ মুহূর্তের আলোচনা।

 

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজ আগে খেলতে চাইলেও বিসিবির অনুরোধে আগে টেস্ট খেলতে তারা রাজি হয় লঙ্কান বোর্ড। ৭ মার্চ গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

তার আগে বাংলাদেশ দল একমাত্র টেস্ট খেলতে ভারত সফর করবে। ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার বহুল প্রতিক্ষীত টেস্টটি। এ ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বিসিবির ওই সূত্রটি।

ভারতের মাটিতে টেস্ট খেলার চিন্তা মাথায় রেখেই শ্রীলঙ্কা সফরে শুরুতে টেস্ট খেলার চিন্তা করে বিসিবি। টেস্টে বাংলাদেশকে ধারাবাহিক রাখতেই বিসিবির এমন চিন্তা।

নিউজিল্যান্ডে দুই টেস্টসহ বছরের শুরুতে ভারত ও শ্রীলঙ্কা সফরে পরপর ৫টি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে মুশফিকবাহিনী।

২০১৩ সালের মার্চে বাংলাদেশ দল সবশেষ শ্রীলঙ্কা সফর করেছিল। গলে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েন মুশফিকুর রহিম।

১৯০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। সর্বোচ্চ ৬৩৮ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। ঠিক ৪ বছর পর স্বাগতিকদের বিপক্ষে সেই মাঠেই টেস্ট খেলবে মুশফিক-সাকিবরা।

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি:

টেস্ট সিরিজ
৭-১১ মার্চ: প্রথম টেস্ট 
১৫-১৯ মার্চ: দ্বিতীয় টেস্ট

ওয়ানডে সিরিজ
২৫ মার্চ: প্রথম ওয়ানডে, 
২৯ মার্চ: দ্বিতীয় ওয়ানডে
০১ এপ্রিল: তৃতীয় ওয়ানডে

টি-টোয়েন্টি সিরিজ
০৫ এপ্রিল: প্রথম টি-টোয়েন্টি
০৮ এপ্রিল: দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।