ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

দিলশান-আফ্রিদিদের সঙ্গে আশরাফুল নিশ্চিত, দ্বিধায় শরীফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, মে ১৫, ২০১৭
দিলশান-আফ্রিদিদের সঙ্গে আশরাফুল নিশ্চিত, দ্বিধায় শরীফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাহরাইনে অনুষ্ঠেয় প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও পেসার মোহাম্মদ শরীফ। বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার (১৯ মে) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রদর্শণী ম্যাচটি খেলতে আশরাফুলের যাওয়া নিশ্চিত। বৃহস্পতিবার (১৮ মে) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই বাহরাইন রওয়ানা হবেন কলাবাগান ক্রীড়া চক্রের এই ব্যাটসম্যান।

সে লক্ষ্যে বিসিবিও তার অনাপত্তিপত্র প্রস্তুত করেছে।

অনাপত্তিপত্র মোহাম্মদ শরীফেরটিও প্রস্তুত। কিন্তু তার বাহরাইনের পথ অবরুদ্ধ করতে চাইছে ঢাকা প্রিমিয়ার লিগ। কেননা ২০ মে লিগের দশম রাউন্ডে লিজেন্ডস অব রুপগঞ্জের ম্যাচ থাকায় তার যাত্রা এখনও নিশ্চিত নয়। ফলে তাকে তাকিয়ে থাকতে হচ্ছে ক্লাবের সিদ্ধান্তের দিকে।  

সোমবার (১৫ মে) বিষয়টি নিয়ে মোহাম্মদ শরীফ বাংলানিউজকে জানান, ‘আশরাফুলের সঙ্গেই যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু জাতীয় দলের বাইরে আছি তাই আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ কাজে লাগাতে চাই। বাকিটা নির্ভর করছে ক্লাবের ওপর। ’

বাংলাদেশ থেকে মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ শরীফের মতো ভারত থেকে ডাক পেয়েছেন পেসার শ্রীশান্ত ও অলরাউন্ডার ইরফান পাঠান। পাকিস্তান থেকে সোহেল তানভির, সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক, রানা নাভিদ, ইমরান নাজির, শহীদ আফ্রিদি এবং মিসবাহ উল হক।

এছাড়া, ওয়েস্ট ইন্ডিজ থেকে মারলন স্যামুয়েলস আর শ্রীলঙ্কা থেকে খেলবেন তিলকারত্নে দিলশান।     

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।