ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আলো দেখতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আলো দেখতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শিন ক্যারল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (১৭ মে) সকালে শিন ক্যারল দিনের প্রথম সভা করেছেন ডিজিএফআই’র সাথে। এরপর র‌্যাবের সাথে দিনের দ্বিতীয় সভা শেষে বিকেল ৩টা নাগাদ এলেন হোম অব ক্রিকেট মিরপুরে। মিরপুরে গণমাধ্যমের সামনে তিনি যখন দাঁড়ালেন তার শারিরীক ভঙ্গি, কথাবার্তা সব কিছুই ছিল দারুণ ইতিবাচক।

যাতে মনে হল আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষী বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে।

বললেন, সিরিজকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডর দেয়া নিরাপত্তা পরিকল্পনায় তিনি যথেষ্টই খুশি।

তবে বিস্তারিত কিছুই বলতে চাইলেন না। নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয় বলেই হয়তো। ‘আমি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে খুবই খুশি। কিন্তু এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। বললে সাধারণ মানুষ জেনে যাবে। তবে আমি অবশ্যই ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলবো যে আমি বাংলাদেশের দেয়া নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট। গত দুই দিন আমি সফল সময় কাটিয়েছি। আমার এই সফরে বিসিবি যে সহযোগিতা করেছে তাতে তাদের ধন্যবাদ। ’

আমরা কি আশা করতে পারি যে অস্ট্রেলিয়া সিরিজ খেলত আসছে? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্ন বেশ কৌশলে এড়িয়ে গিয়ে ক্যারল জানালেন তিনি যা দেখেছেন তা অস্ট্রেলিয়া ফিরে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাবেন। ‘দেখেন আমি কিন্তু বলেছি যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আমি খুশি। আমি আপনাদের এখনই কিছু বলতে পারি না। আমি আমার যা সুপারিশ তা ক্রিকেট অস্ট্রেলিয়াকেই করবো। ’

উল্লেখ্য, আগস্ট-সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার (১৫মে) দিবাগত রাতে ঢাকা আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। দুই দিনের সফর শেষে আজ রাতেই ফিরবেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।