ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নিলামে ৮ টাইগার সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
আইপিএল নিলামে ৮ টাইগার সদস্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে খেলতে আগ্রহী ৮ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলানিউজকে নিশ্চিত করেছে।

বিগত কয়েক আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা সাকিব আল হাসান ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই আসর খেলা মোস্তাফিজুর রহমান যথারীতি এই তালিকায় আছেন।

বাকি ছয় ক্রিকেটার হলেন; তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও সাব্বির রহমান। বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ৩ জানুয়ারি ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।