ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া টপঅর্ডারে কাঁপন ধরালেন ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
প্রোটিয়া টপঅর্ডারে কাঁপন ধরালেন ভুবনেশ্বর ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৫ বছরেও টেস্ট সিরিজ জেতা হয়নি ভারতের। ম্যাচই জিতেছে মাত্র দু’টি (১৭ টেস্টে)। এবার সেই আক্ষেপ ঘোঁচানোর মিশনে নেমেছে বিরাট কোহলির দল। কেপটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতে সেরকম কিছুরই আভাস পাওয়া গেল!

নিউল্যান্ডসের পেসবান্ধব উইকেটে প্রোটিয়া টপঅর্ডারে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। একে একে সাজঘরে পাঠিয়েছেন ডিন এলগার (০), এইডেন মার্করাম (৫) ও হাশিম আমলাকে (৩)।

১২ রান তুলতেই তিন উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে যায় প্রোটিয়ারা। এলগার ও আমলা ঋদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়েন। এলবিডব্লুর শিকার হন মার্করাম।

এশিয়ার বাইরে সফরে গিয়ে প্রথম ইনিংসে এর চেয়ে কম রান দিয়ে একবারই স্বাগতিকদের তিনটি উইকেট নিতে পেরেছিল টিম ইন্ডিয়ার বোলাররা। সেটিও সাউথ আফ্রিকার বিপক্ষেই। ৫ রানে ৩ উইকেট নিয়ে জোহানেসবার্গে ২০০৬-০৭ ট্যুরটি শুরু করেছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।

ছবি: সংগৃহীতরানের খাতা না খুলতেই ওপেনার এলগারকে হারায় টস জিতে ব্যাটিংয়ে নামা দ. অাফ্রিকা। প্রথম ওভারের তৃতীয় বলে উইকেট নিয়ে নতুন ইতিহাসের জন্ম দেন ভুবনেশ্বর। এর চেয়ে দ্রুততম সময়ে উইকেট নিয়ে ভারতের সফর শুরু করার সবশেষ কীর্তিটি ১৯৯২ সালের। সেই ট্যুরে প্রথম বলেই জিমি কুককে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন কপিল দেব।

এই ম্যাচ দিয়ে ভারতের সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম প্রতিভাবান পেসার জাসপ্রিত বুমরাহ।

ভুবনেশ্বরের বোলিং তোপে শুরুর ধাক্কা সামলে ওঠার লড়াই করছেন দুই অভিজ্ঞ এবি ডি ভিলিয়ার্স ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। এই দু’জনের জুটিতে তাকিয়ে স্বাগতিক শিবির। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৫৫।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।