শনিবার (৪ আগস্ট) বিসিবির মিডিয়া লাউঞ্জে একথা জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের চিফ অপারেটিং ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কিছু সুপারিশ করেছি।
‘আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন যে ডিভিশনাল খেলাটা হয় সেখান থেকে ছেলেদের মতই জোন করে আরেকটা টুর্নামেন্ট করার চিন্তা করা হচ্ছে। সেখানে দুই দিনের খেলা চালু করার পরিকল্পনা আছে। এর ফলে একটি পিরামিড দাঁড় করানো যাবে। যারা এই চার জোনে খেলবে, তারা খুবই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারবে। ’
‘আমরা যদি চার অঞ্চলের টুর্নামেন্ট আয়োজন করতে পারি তাহলে অনেক প্রতিযোগিতাপূর্ণ খেলা হবে। ওখানে প্লেয়ারদের মান খুব ভালো হবে। কিছুটা কম ম্যাচ হবে কারন টুর্নামেন্টটা হবে চার দলের। কম ম্যাচে হাই স্ট্যান্ডাড ক্রিকেট খেলা সম্ভব। ভালো মানের সুযোগ সুবিধা দেয়া, ভালো মাঠে খেলা এইসব বিষয়গুলো দেখবো আমরা। ইন্টেনসিটি ভালো হবে এটা করতে পারলে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এইচএল/এমকেএম