ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে ‘ডিজে’ ব্রাভোর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
আন্তর্জাতিক ক্রিকেটকে ‘ডিজে’ ব্রাভোর বিদায় ডোয়াইন ব্রাভো। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত বোর্ডের সঙ্গে বিবাদই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দিলো ডোয়াইন ব্রাভোকে। দীর্ঘদিন ধরে চলে আসা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিবাদের জেরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার।

সব শেষ দেশের জার্সিতে ২০১৬ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি খেলতে নামেন এ ক্রিকেটার। তারও দু বছর আগে ওয়ানডে খেলেন সব শেষ।

এ ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন তিনি। তবে বোর্ডের সঙ্গে বিবাদে এর পর আর মাঠে দেখা যায়নি ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

২০০৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর ২০১৬ পর্যন্ত ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের অবসরের কথা জানিয়েছেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার লেখেন, ‘আমি আজ ক্রিকেট বিশ্বকে এটা জানাতে চাচ্ছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলাম। ১৪ বছর আগে ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যাত্রা শুরু করেছিলাম। আমার এখনো মনে আছে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের সবুজ গালিচায় ক্যারিবীয় দলের মেরুন ক্যাপ পেয়েছিলাম। তখন যে উদ্দীপনা কাজ করছিলো সেটা আমি আমার পুরো ক্যারিয়ারজুড়েই ধরে রেখেছি। ’

৪০ টেস্টের ব্রাভোর ঝুলিতে আছে ২২০০ রান ও ৮৬টি উইকেট। ওয়ানডেতে ২৯৬৮ রান এবং ১৯৯টি উইকেট। আর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ১১৪২ রানের সঙ্গে আছে ৫২টি উইকেট।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।