ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গোলাগুলির ঘটনায় জামিন পেলেন রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, অক্টোবর ৩০, ২০১৮
গোলাগুলির ঘটনায় জামিন পেলেন রানাতুঙ্গা গোলাগুলির ঘটনায় জামিন পেলেন রানাতুঙ্গা-ছবি: সংগৃহীত

২২ গজ ছেড়ে দেশের হয়ে কাজ করা শুরু করেন ১৯৯৬ সালে দেশকে বিশ্বকাপ জেতানো সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বর্তমানে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রির দায়িত্বে আছেন তিনি। তবে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রীর পদ নিয়ে শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অবস্থা বেশ উত্তপ্ত।

তারই জের ধরে রানাতুঙ্গাকে অপহরণ করার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিতে নিহত হন তার দেহরক্ষী।

এরপর এই ইস্যুতে তাকে গ্রেফতারও করা হয়। তবে পরবর্তীতে জামিন দেওয়া হয় তাকে।

এ প্রসঙ্গে রানাতুঙ্গা জানান, তার নিরাপত্তারক্ষীরা তাকে হত্যার হাত থেকে বাঁচাতে গুলি করেছিল।

এর আগে রোববার (২৮ অক্টোবর) রানাতুঙ্গাকে মন্ত্রী হিসেবে অস্বীকার করে একদল উত্তেজিত জনতা ঘিরে ধরে। এদের মধ্যে কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইলে দেহরক্ষীরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে সেখানেই এক দেহরক্ষী নিহত হন ও দুই জন আহত হন৷

বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছিল, গুলি চালানোর ঘটনা স্বীকার করেছেন পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখরা৷

মূলত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা নিজের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদ কেড়ে নেন৷ নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন৷ আর এতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়৷

বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রানাতুঙ্গা৷ তাকে অপহরণের চেষ্টার পেছনে প্রতিপক্ষ দল তথা রাজাপাকসের অনুসারীদের হাত রয়েছে বলেই মনে করছে পুলিশ।

এর আগে আনুষ্ঠানিক এক বিবৃতিতে রানাতুঙ্গা বলেন, ‘ওরা আমাকে খুন করতে এসেছিল। রাষ্ট্রই এ জন্য দায়ী। চাইলে সিসিটিভি ফুটেজও দেখতে পারেন। জীবনে প্রথমবার আমি এত ভয় পেয়েছি। আমি শুধু আমার সন্তান ও পরিবারের কথাই ভাবছিলাম। ’

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।