এর আগে নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দ ক্রিকেটার রেখে দিয়ে বাকিদের ছেড়ে দেওয়ার কাজটিও করে ফেলেছে। আটটি ফ্র্যাঞ্চাইজিই এখন নিলাম থেকে কেবল ৭০ জন ক্রিকেটার কিনতে পারবে।
প্রথমবারের মতো আইপিএলে খেলার আগ্রহ দেখয়েছে ভারতের নয়টি রাজ্যের ক্রিকেটার। এগুলো হলো-অরুণাচল প্রদেশ, বিহার, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরখন্ড আর পুদুচেরি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। সেখান থেকে ৫৯ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এরপর ৩৫ জন আছেন অস্ট্রেলিয়ার। ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তান থেকে আছেন ২৭ জন ক্রিকেটার।
শ্রীলঙ্কার আছেন ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, ১৪ জন ইংল্যান্ডের, ৫ জন জিম্বাবুয়ের এবং ১০ জন বাংলাদেশের। এছাড়া একজন করে খেলোয়াড় আছেন হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের।
তবে কারা কারা আছেন সেই তালিকা প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমকেএম