ক্রিকেটের ব্যাকরণ ভাবা হয় দ্রাবিড়কে। ভারতকে অসংখ্য ম্যাচে রক্ষা করেছে তার ব্যাট।
২০১২ সালে ব্যাট-প্যাড জোড়া চিরতরে তুলে রাখার আগে টেস্ট ও ওয়ানডে দুটিতেই ১০ হাজার রান সংগ্রাহকদের অভিজাত তালিকায় স্থান করে নেন দ্রাবিড়। ১৬৪ টেস্টে ৫২.৩১ গড়ে ১৬ সেঞ্চুরি ৬৩ ফিফটিতে ১৩,২৮৮ রান করেছেন তিনি। ৩৪৪ ওয়ানডে খেলে ৩৯.১৬ গড়ে করেছেন ১০,৮৮৯ রান। একদিনের ক্রিকেটে ১২ সেঞ্চুরির পাশাপাশি ৮৩ ফিফটি আছে তার। টেস্টে দ্রাবিড়ের সর্বোচ্চ স্কোর ২৭০ এবং ওয়ানডেতে ১৫৩ রান।
১৯৯৬ সালের ০৩ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় দ্রাবিড়ের। একই বছর জুনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সাদা জার্সির ক্রিকেটে অভিষেক হওয়ার টিম ইন্ডিয়ার অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠেন তিনি।
অবসরের পর দ্রাবিড় ভারতের অনূর্ধ্ব-১৯ ও ভারতের ‘এ’ দলের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেন। বর্তমানে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি’র (এনসিএ) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
জন্মদিন উপলক্ষ্যে দ্রাবিড়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং। এছাড়া তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের বর্তমান তারকা আজিঙ্কা রাহানেও।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ইউবি