ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। ৩৫ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন।
১৭ বছর আগে ২০০২ সালে ভারত জাতীয় দলের হয়ে পার্থিব প্যাটেলের অভিষেক হয়েছিল।
২০১৮ সালে সর্বশেষ টিম ইন্ডিয়ার হয়ে খেলা পার্থিব নিজের টুইটার অ্যাকাউন্টে এক ঘোষণার মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়ে দেন।
এর আগে ২০০২ সালে ইংল্যান্ড সফরে অভিষেক হলে সবচেয়ে কম বয়সী উইকেরক্ষকের তকমা জোটে প্যাটেলের কপালে। তবে পরবর্তীতে মাহেন্দ্র সিং ধোনি এলে দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে খেলতে হয় তাকে।
জাতীয় দলের বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটে উজ্জ্বল ছিলেন প্যাটেল। তিনি এই ফরম্যাটে ১৯৪ ম্যাচে ১১ হাজারের বেশি রান করেছেন।
এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পার্থিব প্যাটেল। যেখানে ১৩৯ ম্যাচে ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
এমএমএস