ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রয়-উইলিয়ামসনের ব্যাটে হায়দ্রাবাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
রয়-উইলিয়ামসনের ব্যাটে হায়দ্রাবাদের সহজ জয়

আইপিএলের চলমান আসর থেকে বাদ পড়া সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ ম্যাচ পর নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। ৪০তম ম্যাচে জেসন রয় ও কেন উইলিয়ামসনের ফিফটির ওপর ভর করে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারায় দলটি।

 এ হারে অবশ্য আইপিএলের প্লে অফে ওঠার পথটা কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে ১৬৭ করে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই হায়দ্রাবাদ ওপেনার রয় ও ঋদ্ধিমান শাহা। ৫.১ ওভারে তারা ৫৭ রান তোলেন। তবে মহিপাল লোমরোর বলে ব্যক্তিগত ১৮ রানে ফেরেন শাহা। তবে উইকেটে অবিচল থাকা রয় অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৫৭ রান তুলে দলকে জয়ের দিকেই নিয়ে যান।

চেতন সাকারিয়ার বলে আউট হওয়ার আগে এই ওপেনার ৪২ বলে ৮ চার ও এক ছক্কায় ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন। মাঝে মোস্তাফিজুর রহমান বোলিংয়ে ভীতি ছড়ালেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন উইলিয়ামসন। তিনি ৪১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। অপরপ্রান্তে অভিষেক শর্মা ১৬ বলে ২১ রানের হার না মানা ইনিংস খেলেন।

রাজস্থান বোলারদের মধ্যে মোস্তাফিজ, লোমরোর ও সাকারিয়া একটি করে উইকেট নেন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক সঞ্জু স্যামসনের ৮২ রানের ইনিংসে ভর করে ভালো সংগ্রহ পায় রাজস্থান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৫৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ৩৬ রান করেন ওপেনার জশভি জিসওয়াল।

হায়দ্রাবাদ বোলার সিদার্থ কৌল ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান সন্দিপ শর্মা, ভুবেনশ্বর  কুমার ও রশিদ খান।

 ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দ্রাবাদ। আর সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠস্থানেই রয়েছে রাজস্থান। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।