ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটার শহিদুল ইসলামকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ক্রিকেটার শহিদুল ইসলামকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শহিদুল ইসলামকে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা শহিদুলকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটি এ সংবার্ধনার আয়োজন করেন।

টিভি উপস্থাপক সাংবাদিক সৌরভ ইমামের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নামজুল হাসান।

সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটির সভাপতি সোহাগ ইব্রাহীমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ শাহীন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, বিশিষ্ট সংগঠক ও প্রবাসী দ্বীন ইসলাম মিন্টু।

অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল হাসান বলেন, ক্রিকেট আমাদের আবেগের জায়গা। ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ১৫ জন মানুষ দেশকে প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে শহীদুল একজন। আমাদের বিশ্বাসী শহিদুল তার দক্ষতা দিয়ে বাংলাদেশকে আরও বেশি সাফল্য এনে দেবেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শহিদুল ইসলাম নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের গর্ব। আমাদের প্রত্যাশা সামনের দিনগুলোতে নারায়ণগঞ্জ থেকে আরও ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাবে।

সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, গুণীর সম্মান করলে গুণী জন্মায়। জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শহিদুল ইসলাম আমাদের নারায়ণগঞ্জকে দেশের মানুষের কাছে উজ্জ্বল করেছে। আমরা চাই তিনি নিয়মিত খেলে লাল-সবুজের পতাকাকে সমুন্নত করবে।

সিদ্ধিরগঞ্জ কল্যাণ সোসাইটির সভাপতি সোহাগ ইব্রাহিত বলেন, সামনের দিনগুলোতে জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শহিদুল ইসলামের মত মেধাবী লোকদের পাশে থাকতে চেষ্টা করবো আমরা।

 সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল সুমন, সৈয়দ সুমন, সোহান, কিবরিয়া, সুজন, মাকসুদ, মাসুম, শাহীন, বাবু, সাগর, সাংবাদিক কামরুল হাসান ও সৈকত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।