ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পরিবেশবান্ধব ঝুড়ি বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
রাউজানে পরিবেশবান্ধব ঝুড়ি বিতরণ ...

চট্টগ্রাম: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র নির্দেশনায় ও রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় জনসাধারণের মাঝে পরিবেশবান্ধব ‘বিশেষ ঝুড়ি’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) রাউজান পৌরসভা চত্বরে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঝুড়ি বিভিন্ন ব্যবসায়ী সমিতি, ট্রাক, বাস, সিনএজি সমিতি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

পর্যায়ক্রমে পরিবেশবান্ধব বিশেষ এই ঝুড়ি জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।