চট্টগ্রাম: সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলায় স্থানীয় পূজা উদযাপন কমিটি, মঠ মন্দিরের প্রতিনিধি এবং সনাতনী সমাজের সঙ্গে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সার্বজনীন উৎসব। আবহমানকাল থেকে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদ্যাপিত হয়ে আসছে।
তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পতিত সরকার ও একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে। ফলে তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশপন্থী সকল গণতন্ত্রকামী মানুষকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। আমরা রেইনবোনেশন গড়ার যে দৃড় প্রত্যয় ব্যক্ত করেছি, সেখানে সকল ধর্মে মানুষের সমান অধিকার ও নিরাপত্তার কথা বলা হয়েছে। উৎসব যার যার কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। আশীর্বাদক ছিলেন শ্রীপাদ অমল হরি দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি নিখিল দাশ, পূজা উদযাপনের আহ্বায়ক রাজেশ^র দাশ বিপ্লব প্রমুখ।
এদিকে রাতে কক্সবাজার ব্রাহ্মমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক দোলন ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, জেলা বিএনপি নেতা আবুল কাশেম, সাংবাদিক বলরাম অনুপম অরুপ শর্মা, রুবেল মল্লিক প্রমুখ।
পিডি/টিসি