ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং চেম্বারের সদস্যপদ নবায়ন না করলে বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, সেপ্টেম্বর ২৪, ২০২৫
চিটাগাং চেম্বারের সদস্যপদ নবায়ন না করলে বাতিল

চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যপদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নবায়ন না করলে বাতিল হয়ে যাবে।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

তিনি জানান, গত ১ জুলাই থেকে ২০২৫-২৬ বর্ষের চেম্বারের সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেননি তাদের আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে।

 

ওই সময়ের মধ্যে যে সব সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবেন না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।  

সদস্যপদ নবায়নের লক্ষ্যে গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), ই-টিআইএন, হালনাগাদ আয়কর সনদ অথবা ২০২৪-২৫ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, ডেলিগেট সদস্যদের স্ব-স্ব গ্রুপ/টাউন অ্যাসোসিয়েশন থেকে উক্ত মেয়াদের সদস্যপদ নবায়ন সার্টিফিকেট দাখিল করতে হবে।

গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন-১) কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবে। এসব গ্রুপে প্রার্থী হয়েছেন ৭১ জন। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় প্রকাশিত হয় চেম্বারের সদস্যদের ভোটার তালিকা। এতে সাধারণ সদস্য হিসেবে চার হাজার এক জন, সহযোগী সদস্য হিসেবে দুই হাজার ৭৬৪, টাউন অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে ৫ জন এবং ট্রেড গ্রুপের সদস্য হিসেবে ১০ জন তালিকাভুক্ত রয়েছেন।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।